31.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

আমাদের নিজের ঘর শূন্য হয় নাই , আমাদের প্রাণ ভ্রমরা জ্বলন্ত আগুনে ভস্ম হয়নাই…

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :
বাবা মা স্কুলের গেইটে বাচ্চাদের যখন এগিয়ে দেয়, চিন্তা করে “আমার বাচ্চা নিরাপদে আছে ৫-৭ ঘণ্টার জন্য” – আমার দেশ নিয়ে দুইটা কথা লেখার ইচ্ছা এখন নাই । আমরা খিল্লি করি “বিষ খেয়ে আমাদের পেট শক্ত হয়ে গেছে”। রাস্তা ঘাটে বের হই দুইটা টাকা কামানোর জন্য, সেখান থেকে আস্ত শরীরে রোজ বাসায় ফেরাও এখন সপ্তমাশ্চর্য বলে বলে মনে হয় । এ দেশে মানুষ ঠকানো ব্যক্তি বুদ্ধিমান আর সৎ মানুষ আস্ত একেকটা সং।
হয়তো আমাদের কাছে এই ঘটনা পরের বছর চোখে পড়লে আত্মা কাঁপবে না । আমাদের নিজের ঘর শূন্য হয় নাই , আমাদের প্রাণ ভ্রমরা জ্বলন্ত আগুনে ভস্ম হয়নাই…
একটা কথা প্রায়ই বলি – “যার যায় সেই জানে”। যে মানুষটার ঘর গতকাল মিষ্টি মুখের আধোবোলের রিনরিনে আওয়াজ , প্রাণচঞ্চল জীবন হারালো – তাদের বেঁচে থাকার বাকি দিনগুলো মতো নরক সমান বিভৎস হয়ে রইলো
- Advertisement -spot_img
সর্বশেষ

আমি তো আছি, ভয় করিস না বোন আমার

খবরের দেশ ডেস্ক: বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা দেখে হতবাক হয়েছে সাড়া দেশ । মাইলস্টোন ভাই বোন দুজনেই  পড়ালেখা  করতেন।  বিমান হামলে...