32 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫

এই রকম অবিশ্বাস্য কথা কি ভুল করে উনারা শেয়ার করলেন? -মোস্তফা সরয়ার ফারুকী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন দেস্ক :
আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী, অভিনেতা, পরিচালক গত তিন ঘন্টায় তাদের প্রোফাইল থেকে একটা ভুল তথ্য পোস্ট করেছেন যার হেডিং “মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না”!
তার মধ্যে একজনের পোস্ট ১৩০০ বারের বেশী শেয়ার হয়েছে। তিনি এটা ডিলিট করেছেন একটু আগে।
ভুয়া তথ্যে বলা হচ্ছে, মাইলস্টোনের প্রায় ৪৬ জন ছাত্র-ছাত্রীকে পাওয়া যাচ্ছে না। এই রকম অবিশ্বাস্য কথা কি ভুল করে উনারা শেয়ার করলেন? নাকি এটা একটা সম্মিলিত উদ্যোগ? এরকম ট্রমাটিক একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক।
মাইলস্টোনের ক্লাসে কারা ছিলো, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন- এইসবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেয়া লেখা শেয়ার করে মানুষকে আরো ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।
- Advertisement -spot_img
সর্বশেষ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা...