Your Ads Here 100x100 |
---|
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবিল গ্রুপের মালিকানাধীন নাবা পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্ম লিমিটেড-কে ১ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মেসার্স নাইম ট্রান্সপোর্ট-এর স্বত্বাধিকারী নাইমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী ও গোদাগাড়ী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে দেখা যায়, ফার্মটি মুরগির বিষ্ঠা ও গবাদিপশুর মল খোলা স্থানে ফেলে পরিবেশকে মারাত্মকভাবে দূষণ করছে। এর ফলে দূষিত হচ্ছে বাতাস ও পানির উৎস, ঝুঁকিতে পড়ছে মানুষের স্বাস্থ্য।
প্রায় দুই ঘণ্টা ধরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. কবির হোসেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’-এর বিধি লঙ্ঘনের দায়ে এই দণ্ড দেওয়া হয়েছে। অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে নাবিল গ্রুপের এক কর্মকর্তাকে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য না করে কলটি কেটে দেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।