30.1 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

মাইলস্টোনের শিশুদের স্মরণে বেরোবিতে শোক র‌্যালি ও মোমবাতি প্রজ্বলন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বেরোবি প্রতিনিধি:

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষিকার মর্মান্তিক মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের উদ্যোগে শোক র‌্যালি ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ৮টায় বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে থেকে শোক র‌্যালি শুরু করেন। র‌্যালিটি ক্যাম্পাসের মেইন গেট ঘুরে গিয়ে স্বাধীনতা স্মারকে শেষ হয়। সেখানে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিক আশরাফ বলেন, ‘মাইলস্টোনের শিক্ষার্থীদের অকালমৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। এমন ভয়াবহ দুর্ঘটনা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের আহ্বানে আমরা এই কর্মসূচিতে অংশ নিয়েছি।’

বাংলা বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এ রকম মর্মান্তিক দুর্ঘটনা খুব কমই ঘটেছে। একটি প্রশিক্ষণ বিমান ছোট ছোট শিশুদের ওপর ধসে পড়া আমাদের সবাইকে নাড়া দিয়েছে।’

আরেক শিক্ষার্থী রিপন রায় বলেন, ‘আমরা মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। তাঁদের জন্য দোয়া করছি, আর যারা এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

- Advertisement -spot_img
সর্বশেষ

১৮৫ বছরের সংরক্ষিত বনমহিষের শিং পাহাড়পুর যাদুঘরে হস্তান্তর

খবরের দেশ ডেস্কঃ প্রায় ১৮৫ বছরের সংরক্ষিত একটি বনমহিষের শিংসহ মাথার করোটি নওগাঁর বদলগাছীর পাহাড়পুর (সোমপুর) বৌদ্ধ বিহার যাদুঘরে হস্তান্তর...