29.1 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

‘আমার হাতটা শক্ত করে ধরো, আমাদের মনে হয় আর দেখা হবে না’- স্বামীকে বলা শিক্ষিকা মাহরীনের শেষ কথা

জনপ্রিয়
দৌড়াও, ভয় পেওনা, আমি আছি…
প্রয়াত শিক্ষিকা মাহরীন চৌধুরী।
নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্র ছাত্রীদের জন্যও অমোঘ মায়া !
হেরে গেলেন মা মাহরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহরীন ম্যাডাম। জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে।
আইসিইউতে মৃত্যুর আগে মেহেরিন স্বামীকে শেষবারের মতো বলেছিলেন-
‘আমার হাতটা শক্ত করে ধরো,
আমাদের মনে হয় আর দেখা হবে না’
অনিয়মের দেশে মাইলস্টোন ট্র্যাজেডীর চেয়ে আরো ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম্যাডাম মাহরীন চৌধুরী।
নিয়তির নিষ্ঠুরতাকে ব্যতিক্রম প্রমান করে মা,বাবা,শিক্ষক- এই তিন এ কোন পার্থক্য রাখতে দেননি দ্য সিক্রেট সুপারস্টার ম্যাম মাহরীন।
- Advertisement -spot_img
সর্বশেষ

বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান পরিচালনা;

বানারীপাড়া প্রতিনিধি ''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...