Your Ads Here 100x100 |
---|
কিশোরগঞ্জ প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (২৩ জুলাই) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, মাওলানা আজহারুল ইসলাম, কাজী মো. সাইফুল্লাহ, এম.এইচ. লোকমান, মাওলানা সানাউল্লাহ, মাওলানা মুহাম্মদ ইউসুফ এবং অধ্যাপক আজিজুল হক।
এ ছাড়া দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার আমির মাওলানা নজরুল ইসলাম, শহর আমির আ.ম.ম. আব্দুল হক, সাবেক জেলা নায়েবে আমির অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, মাওলানা আব্দুর রাজ্জাক গাফুরী ও সাবেক শহর আমির মো. আনোয়ার হোসাইন।
দোয়া মাহফিলে মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। জামায়াত নেতারা বলেন, “জাতীয় শোক ও শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।”