32.8 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫

বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য বেরোবিতে দোয়া মাহফিল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বেরোবি প্রতিনিধি:

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ হতাহতের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) যোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

বিশেষ দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। তিনি বলেন, “এটি আমাদের জাতির জন্য এক গভীর শোকের মুহূর্ত। আমরা নিহত শিশুদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছি।”

দোয়ায় দেশব্যাপী বিদ্যমান অস্থিরতা থেকে জাতিকে রক্ষা এবং স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্যও প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েকজন নিহত ও আহত হন, যা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা...