32.8 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫

শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সাহসিকতায় আবেগে ভাসছে দেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচাতে গিয়ে জীবন হারিয়েছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। মৃত্যুর আগ মুহূর্তেও নিজের দায়িত্ব থেকে পিছু হটেননি তিনি। তার এই সাহসিকতা এখন দেশের মানুষের চোখে শিক্ষার এক অনন্য প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

সঙ্গীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে মাহেরীন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “হেরে গেছেন মা মাহেরীন, জিতে গেছেন শিক্ষিকা মাহেরীন ম্যাডাম।” তিনি আরও উল্লেখ করেন, “দৌড়াও, ভয় পেও না আমি আছি।”

আসিফের কথায়, মাহেরীন ছিলেন দুই সন্তানের মা, পাশাপাশি ছিলেন তার ছাত্রছাত্রীদের জন্য মমতাময়ী শিক্ষক। তিনি বলেন, “জিতিয়ে গেলেন শিক্ষকতার মহান পেশাকে।

দুর্ঘটনার সময় বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ওই ভবনে থাকা বহু শিক্ষার্থী হতাহত হন।

মাহেরীন চৌধুরীর আত্মত্যাগ ও সাহসিকতা দেশের শিক্ষাব্যবস্থা ও সমাজের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। তার প্রতি সম্মান জানিয়ে দেশবাসী শোকাহত।

- Advertisement -spot_img
সর্বশেষ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা...