32.8 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫

আল্লাহর কাছে প্রার্থনা, যেন নিহতদের জান্নাত নসীব করেন: পড়শী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি নিহতদের জন্য দোয়া করেন।

পড়শী লেখেন, “মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের জান্নাত নসীব করেন। আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এ শোক সহ্য করার শক্তি দেন।”

তার এই পোস্টে হাজারো নেটিজেন একাত্মতা প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন।” আরেকজন লিখেছেন, “কাল থেকে আর হোমওয়ার্ক নেই তাদের… আল্লাহ, তুমি তাদের পরিবারকে ধৈর্য দাও।”

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমানটি এবং ভবনটির একটি অংশে আগুন ধরে যায়।

বিধ্বস্ত ভবনটিতে তখন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। গুরুতর আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত ১৬৫ জন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারাও একের পর এক শোক প্রকাশ করছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা...