Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। এই হৃদয়বিদারক ঘটনায় সারাদেশের মানুষ শোকাহত, সোশ্যাল মিডিয়ায় চলছে অশ্রুসিক্ত প্রতিক্রিয়ার ঢল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে সাবিলা নূর লিখেছেন, “আমার শহরের ফুলগুলো পুড়ে যাবে ভাবিনি। এ শোক সইবার শক্তি পাই কোথায়?” এই বার্তায় ব্যক্ত হয়েছে তার গভীর শোক, ব্যথা ও অসহায়ত্বের অনুভব।
তিনি আরও বলেন, “এমন ভয়াবহ দুর্ঘটনা আর যেন কোনো মায়ের বুক খালি না করে, আর যেন কোনো শিশুর স্বপ্ন আগুনে পুড়ে না যায়।”
এদিকে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে স্কুল ভবনে আগুন ধরে যায়, যার ফলে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।
এখন পর্যন্ত দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। হতাহতদের মধ্যে অধিকাংশই স্কুলের শিক্ষার্থী।
এই মর্মান্তিক ঘটনায় বিনোদন অঙ্গনের তারকারা সোশ্যাল মিডিয়ায় শোক ও সমবেদনা প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন।