Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী এক আদালত (এটিসি) মার্চ ২০২৩-এর ‘মে ৯’ সহিংসতা মামলা সংক্রান্ত রায়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ডজনেরও বেশি নেতা ও সমর্থককে প্রত্যেকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে । দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা মালিক আহমেদ খান ভাচার, এমএনএ মোহাম্মদ আহমেদ চট্টা এবং আরও অন্তত ৩২ জন ।
দুর্ঘটনা ছিল ২০২৩ সালের ৯ মে, যেখানে ইমরান খানের গ্রেফতারের পর পিটিআই সমর্থকদের প্রতিবাদ ও সহিংসতায় সামরিক ও সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে । এ জন্য গৃহীত রায়ে দাঙ্গাবাজি, আগুন-নিক্ষেপ ও সরকারি বাধা প্রদানে দণ্ডিত করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মালিক ভাচার আদালতে উপস্থিত ছিলেন না, কিন্তু তিনি সামাজিক মাধ্যমে দাবি করেছেন যে তিনি ইমরান খানের প্রতি তার সমর্থন ছেড়ে দেবেন না । পিটিআই সূত্র থেকে জানানো হয়, দল এই রায়ের বিরুদ্ধে লাহোর উচ্চ আদালতে আপিল করবে।
এ বিষয়ে লন্ডনভিত্তিক দলীয় মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারি বলেন, “এটি প্রক্রিয়াগত ত্রুটি, পক্ষপাতদুষ্ট বিচার এবং সাংবিধানিক লঙ্ঘনের চিত্র”। এদিকে পিডিএম সরকারের কঠোর পদক্ষেপকে অনেকেই রাজনৈতিক দমন-পীড়নের অংশ হিসেবে দেখছেন।
পাকিস্তানে দীর্ঘদিন যাবত পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার, হেফাজত, কারাবদ্ধতা ও নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণের অভিযোগ উঠছে । এই রায় রাজনৈতিক বিরোধকে নির্মূল ও সমালোচনাহীন করার চক্রান্ত বলেই মনে করছে দলের শিবির।