32.8 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫

পিটিআই নেতাদের ১০ বছরের কারাদণ্ড: পাকিস্তানে দমন-পীড়নের তীব্র ইঙ্গিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী এক আদালত (এটিসি) মার্চ ২০২৩-এর ‘মে ৯’ সহিংসতা মামলা সংক্রান্ত রায়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ডজনেরও বেশি নেতা ও সমর্থককে প্রত্যেকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে । দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা মালিক আহমেদ খান ভাচার, এমএনএ মোহাম্মদ আহমেদ চট্টা এবং আরও অন্তত ৩২ জন

দুর্ঘটনা ছিল ২০২৩ সালের ৯ মে, যেখানে ইমরান খানের গ্রেফতারের পর পিটিআই সমর্থকদের প্রতিবাদ ও সহিংসতায় সামরিক ও সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে । এ জন্য গৃহীত রায়ে দাঙ্গাবাজি, আগুন-নিক্ষেপ ও সরকারি বাধা প্রদানে দণ্ডিত করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মালিক ভাচার আদালতে উপস্থিত ছিলেন না, কিন্তু তিনি সামাজিক মাধ্যমে দাবি করেছেন যে তিনি ইমরান খানের প্রতি তার সমর্থন ছেড়ে দেবেন না । পিটিআই সূত্র থেকে জানানো হয়, দল এই রায়ের বিরুদ্ধে লাহোর উচ্চ আদালতে আপিল করবে।

এ বিষয়ে লন্ডনভিত্তিক দলীয় মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারি বলেন, “এটি প্রক্রিয়াগত ত্রুটি, পক্ষপাতদুষ্ট বিচার এবং সাংবিধানিক লঙ্ঘনের চিত্র। এদিকে পিডিএম সরকারের কঠোর পদক্ষেপকে অনেকেই রাজনৈতিক দমন-পীড়নের অংশ হিসেবে দেখছেন।

পাকিস্তানে দীর্ঘদিন যাবত পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার, হেফাজত, কারাবদ্ধতা ও নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণের অভিযোগ উঠছে । এই রায় রাজনৈতিক বিরোধকে নির্মূল ও সমালোচনাহীন করার চক্রান্ত বলেই মনে করছে দলের শিবির।

- Advertisement -spot_img
সর্বশেষ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা...