29.5 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫

মিরপুরের স্বপ্ন শো রুমে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

রাজধানীর মিরপুর এলাকায় অবস্থিত স্বপ্ন শো রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে মিরপুর সাড়ে ১১-এর কসমো স্কুলের পাশের ছয়তলা ভবনের নিচতলায় আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর ১টা ১৩ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর আসে। বর্তমানে ঘটনাস্থলে দুটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।

তিনি বলেন, “আগুনের কারণ এখনো জানা যায়নি। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।”

আগুনের কারণে আশেপাশের এলাকার মানুষ আতঙ্কিত হলেও বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের শব্দে তারা আতঙ্কিত হয়ে ছুটে আসেন। দ্রুত আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের উপস্থিতি তাদের কাছে সান্ত্বনার বিষয় হিসেবে দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানান, আগুন লাগার সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা...