Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
পুড়ে যাওয়া শরীরের অংশে অনেকে তাৎক্ষণিকভাবে বরফ প্রয়োগ করেন—ব্যথা ও জ্বালা কমানোর উদ্দেশ্যে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, এ অভ্যাসটি বিপজ্জনক। বরফ পোড়া ত্বকের ক্ষতি আরও বাড়িয়ে দিতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশনা অনুযায়ী, পোড়া স্থানে সরাসরি বরফ দেওয়া একেবারেই নিষিদ্ধ। চিকিৎসকেরা পরামর্শ দেন, আক্রান্ত স্থান ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলা এবং প্রয়োজনে শুকনো কাপড়ে ঢেকে হাসপাতালে নেওয়াই উচিত।
যে কারণে বরফ দেবেন না
রক্তনালী সংকোচন: চিকিৎসকদের মতে, বরফ ত্বকের রক্তনালী সংকুচিত করে ফেলে। এতে পোড়া চামড়ায় রক্ত চলাচল ব্যাহত হয় এবং টিস্যু আরও ক্ষতিগ্রস্ত হয়। একে বলা হয় ‘কোল্ড-ইনডিউসড ইনজুরি’।
স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা: পোড়া ত্বকে স্নায়ুগুলো থাকে অরক্ষিত। এই অবস্থায় অতিরিক্ত ঠান্ডা প্রয়োগ করলে স্নায়ু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে আক্রান্ত অংশে অনুভূতি হ্রাস পাওয়ার আশঙ্কা থাকে।
ফাটল ও সংক্রমণ: বরফ ঘষে দিলে বা সরাসরি প্রয়োগ করলে পোড়া ত্বকে ফাটল ধরতে পারে। এতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, পোড়ার চিকিৎসায় প্রথম করণীয় হচ্ছে আক্রান্ত স্থানটি ১০–১৫ মিনিটের জন্য ঠান্ডা (তবে বরফ ঠান্ডা নয়) পানির নিচে রাখা। এরপর প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।