Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ এবং স্বচ্ছতার বিষয়ে বক্তব্য দিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী।
বুধবার (২৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, “ঘটনার পরপরই কোনো পূর্বনির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে—যেমনটি সব সময় করে থাকে। আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপনের ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই।”
তিনি জানান, তিনি নিজে এবং আইএসপিআরের একটি দল সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিল। তার ভাষায়, “আইএসপিআরের পরিচালক হিসেবে আমি স্পষ্টভাবে বলছি—যেকোনো গণমাধ্যম চাইলেই এ বিষয়ে তদন্ত করতে পারে। সেনাবাহিনীসহ যেকোনো সংস্থাকে বা সংশ্লিষ্ট যেকোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।”
এ সময় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন।”
তিনি জনগণকে অনুরোধ করে বলেন, “গুজবে কান না দিয়ে যথাযথ উৎস থেকে তথ্য সংগ্রহ করুন। আমরা কোনো তথ্য গোপন করছি না এবং করব না। বরং যে কোনো সহযোগিতায় আমরা পাশে আছি।”
এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩২ জন এবং আহত ১৬৫ জন। তদন্ত চলছে।