29.5 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫

রক কিংবদন্তি ওজি ওসবার্ন আর নেই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

রক সংগীত জগতের এক অবিস্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। বিশ্ববিখ্যাত ব্রিটিশ রকস্টার ওজি ওসবার্ন আর নেই। মঙ্গলবার (২৩ জুলাই) রাতে যুক্তরাজ্যের বার্মিংহামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ‘প্রিন্স অব ডার্কনেস’। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। খবরটি নিশ্চিত করেছে এনবিসি নিউজ।

পরিবার এক বিবৃতিতে ওসবার্নের মৃত্যুর খবর জানিয়ে বলেছে, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ওজি আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। মৃত্যুর সময় তিনি পরিবারের সদস্যদের সান্নিধ্যে এবং ভালোবাসায় ঘেরা ছিলেন। এ সময়ে আমরা সবার কাছে পারিবারিক গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ জানাচ্ছি।”

ওজি ওসবার্ন ছিলেন ব্রিটিশ হেভি মেটাল ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’-এর প্রধান কণ্ঠশিল্পী। ব্যান্ডটির মাধ্যমে ‘হেভি মেটাল’ ঘরানার শুরুর পথ তৈরি হয়। তার কণ্ঠেই জন্ম নেয় ‘আয়রন ম্যান’, ‘প্যারানয়েড’, ‘ওয়ার পিগস’-এর মতো কালজয়ী সব গান। একাই গড়ে তোলেন এক নতুন ধারার সংগীত আন্দোলন।

মৃত্যুর তিন সপ্তাহ আগে, নিজের শহর বার্মিংহামে অনুষ্ঠিত ‘ফেয়ারওয়েল কনসার্টে’ শেষবারের মতো গান পরিবেশন করেন ওজি। তার সম্মানে সেদিন মঞ্চে উপস্থিত ছিলেন মেটালিকা, গানস এন’ রোজেসসহ রক ব্যান্ড জগতের কিংবদন্তি শিল্পীরা।

ওসবার্নের মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও তিনি দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে তার পারকিনসন রোগ শনাক্ত হয়, যা তার চলাফেরায় ব্যাপক প্রভাব ফেলেছিল।

সঙ্গীত ভুবনে এক অনন্য প্রভাব রেখে যাওয়া ওজি ওসবার্নের মৃত্যুতে বিশ্বজুড়ে ভক্ত, অনুরাগী ও শিল্পীদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

- Advertisement -spot_img
সর্বশেষ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা...