29.5 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫

চাপের ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামল ভারত, একাদশে ফিরলেন বুমরাহ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে সিরিজ বাঁচানোর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলছেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। তার অংশগ্রহণ নিয়ে ছিল সংশয়—ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাও ছিল। তবে গুরুত্বপূর্ণ এই টেস্টে তাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে দল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ভারতের অধিনায়ক শুবমান গিল এই সিরিজে চতুর্থবারের মতো টস হারলেন। পাঁচ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

ম্যানচেস্টারে ভারতের রেকর্ড অবশ্য অনুকূলে নয়। এ পর্যন্ত এখানে ৯টি টেস্ট খেলে চারটিতে হেরেছে ভারত, বাকি পাঁচটি ম্যাচই ড্র হয়েছে। তাই শুবমানদের জন্য ম্যাচটি শুরু থেকেই চাপের।

এই ম্যাচে ভারতের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। করুন নায়ারের বদলে খেলছেন সাই সুদর্শন, নিতিশ রেড্ডির জায়গায় এসেছেন শার্দুল ঠাকুর এবং আকাশ দীপের পরিবর্তে অভিষেক হচ্ছে তরুণ অংশুল কাম্বুজের। চোট পাওয়ার পরেও দলে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। দলে আছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও।

ইংল্যান্ডের জন্য ঘরের মাঠে সিরিজ জয় নিশ্চিত করার সুযোগ, আর ভারতের জন্য সমতা ফেরানোর লড়াই। ম্যানচেস্টারে ব্যাট ও বলের লড়াইয়ে রোমাঞ্চ ছড়ানোর সব উপাদানই এখন মাঠে।

- Advertisement -spot_img
সর্বশেষ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা...