Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তি বৈশ্বিক অর্থনীতিতে একটি বড় রকমের ধাক্কা এড়াতে সহায়তা করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। চুক্তিটি অনুযায়ী, জাপানি গাড়ি আমদানিতে যুক্তরাষ্ট্র যে ২৭.৫% শুল্ক আরোপ করেছিল, তা কমিয়ে ১৫% করা হয়েছে।
আগামী ১ আগস্ট থেকে জাপানের অন্যান্য পণ্যের উপরও শুল্ক ২৫% থেকে কমে ১৫% হচ্ছে। বিশ্ব অর্থনীতির চতুর্থ বৃহত্তম দেশ জাপানের সঙ্গে এই চুক্তিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার অন্যতম গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, ১৫% শুল্ক উচ্চ হলেও তা সহনীয়। “অনিশ্চয়তার তুলনায় নির্দিষ্ট হারে শুল্ক ব্যবসা পরিকল্পনার জন্য ভালো,” বলেন জেফারিসের অর্থনীতিবিদ মোহিত কুমার।
চুক্তির খবর প্রকাশের পর জাপানের নিকেই সূচক ৩.৫% বেড়ে যায়। ইউরোপের বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও লাভজনক অবস্থানে যায়—পোর্শে, বিএমডব্লিউ ও মার্সিডিজের শেয়ার ৪% থেকে ৭% পর্যন্ত বাড়ে।
তবে ইউরোপীয় ইউনিয়ন এখনো চাপে রয়েছে। ১ আগস্টের মধ্যে চুক্তি না হলে ৩০% শুল্ক কার্যকর হতে পারে, যা ইউরোপীয় বাণিজ্যের জন্য ধ্বংসাত্মক হবে। সূত্রঃ রয়টার্স