29.5 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫

যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য চুক্তি: বৈশ্বিক অর্থনীতির জন্য স্বস্তির বাতাস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তি বৈশ্বিক অর্থনীতিতে একটি বড় রকমের ধাক্কা এড়াতে সহায়তা করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। চুক্তিটি অনুযায়ী, জাপানি গাড়ি আমদানিতে যুক্তরাষ্ট্র যে ২৭.৫% শুল্ক আরোপ করেছিল, তা কমিয়ে ১৫% করা হয়েছে।

আগামী ১ আগস্ট থেকে জাপানের অন্যান্য পণ্যের উপরও শুল্ক ২৫% থেকে কমে ১৫% হচ্ছে। বিশ্ব অর্থনীতির চতুর্থ বৃহত্তম দেশ জাপানের সঙ্গে এই চুক্তিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার অন্যতম গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, ১৫% শুল্ক উচ্চ হলেও তা সহনীয়। “অনিশ্চয়তার তুলনায় নির্দিষ্ট হারে শুল্ক ব্যবসা পরিকল্পনার জন্য ভালো,” বলেন জেফারিসের অর্থনীতিবিদ মোহিত কুমার।

চুক্তির খবর প্রকাশের পর জাপানের নিকেই সূচক ৩.৫% বেড়ে যায়। ইউরোপের বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও লাভজনক অবস্থানে যায়—পোর্শে, বিএমডব্লিউ ও মার্সিডিজের শেয়ার ৪% থেকে ৭% পর্যন্ত বাড়ে।

তবে ইউরোপীয় ইউনিয়ন এখনো চাপে রয়েছে। ১ আগস্টের মধ্যে চুক্তি না হলে ৩০% শুল্ক কার্যকর হতে পারে, যা ইউরোপীয় বাণিজ্যের জন্য ধ্বংসাত্মক হবে। সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা...