Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
আসন্ন আয়ারল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। অধিনায়ক হিসেবে আছেন ফাতিমা সানা, আর দলে নতুন সংযোজন ২২ বছর বয়সী আইমান ফাতিমা।
ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে আগামী ৬, ৮ ও ১০ আগস্ট অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজেই প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন আইমান।
জাতীয় নির্বাচকদের নজর কাড়েন তিনি গত মে মাসে করাচিতে অনুষ্ঠিত জাতীয় নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সেখানে ৮ ম্যাচে ১৫৫.১৪ স্ট্রাইক রেটে ২৮৭ রান করে নিজের যোগ্যতা প্রমাণ করেন ডানহাতি এই ব্যাটার। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপেও পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি।
ঘোষিত পাকিস্তান দল: ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, আইমান ফাতিমা, গুল ফিরোজা, মুনিবা আলী, নাজিহা আলভি, নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, রামিন শামীম, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, তুবা হাসান ও ওয়াহিদা আখতার।
সিরিজের সময়সূচি:
-
৬ আগস্ট – প্রথম টি-টোয়েন্টি (ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব, ডাবলিন)
-
৮ আগস্ট – দ্বিতীয় টি-টোয়েন্টি (একই ভেন্যু)
-
১০ আগস্ট – তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি (ডাবলিন)