27 C
Dhaka
শুক্রবার, জুলাই ২৫, ২০২৫

কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চতলারপাড় গ্রামে বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) ভোরে নিজ বাড়ি থেকে মোছাঃ শিউলী বেগম (৩৮) নামে ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে চতলারপাড় এলাকার একটি বসতবাড়ি থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় শিউলী বেগমকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি ওসি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত শিউলী বেগম দীর্ঘদিন ধরে নাগেশ্বরী এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।”

তিনি আরও বলেন, “জেলায় মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃত শিউলী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

খবরের দেশ ডেস্কঃ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে আসা সাত সরকারি কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষাটি...