27 C
Dhaka
শুক্রবার, জুলাই ২৫, ২০২৫

‘ওহে কি করিলে বলো পাইব তোমারে’- নিহত মিরসাদের শোকে তার আম্মুও চলে গেলেন পরপারে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ফুটফুটে প্রানবন্ত ছোট্ট মিরসাদের কে হারানোর শোক এখনো আমরা ভুলে উঠিনি ,গতকাল থেকেই তার মায়ের অবস্থা ছিল খুবই করুণ।ছেলের মৃ’ত্যুর শোক সহ্য করতে না পেরে অবশেষে মিরসাদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তে’কাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শোকে পাথর হয়ে গেছে পরিবার গুলো!
দোয়া করা ছাড়া আমাদের কিছু বলার আর ভাষা নেই।
ফেসবুক যেন পরিণত হয়েছে শোকের খাতায়।
জেসমিন লিখেছেন-
‘এই মা তার সন্তান এর জন্য আল্লাহর কাছে পর্যন্ত চলে গিয়েছে সে এতটাই তার সন্তানকে ভালোবাসে আর সন্তানের সাথে তার একদম হৃদয়ের অন্তস্থল থেকে জড়িয়ে ছিলো’
আল্লাহ যেনো দুইজনকেই ভালো রাখেন তবে বাচ্চাটি তো জান্নাতের পাখি।
মিরা লিখেছেন-
‘কোনো মা ই তার এতটুকু বাচ্চাকে একা পরপারে রওনা করে দিতে পারবে না, সে যদি সত্যিই মারা গিয়ে থাকে তো সে ভাগ্যবতী, এই কষ্ট সহ্য করে বাকি জীবন তাকে কাটাতে হলো না’।
- Advertisement -spot_img
সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

খবরের দেশ ডেস্কঃ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে আসা সাত সরকারি কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষাটি...