- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
ফুটফুটে প্রানবন্ত ছোট্ট মিরসাদের কে হারানোর শোক এখনো আমরা ভুলে উঠিনি ,গতকাল থেকেই তার মায়ের অবস্থা ছিল খুবই করুণ।ছেলের মৃ’ত্যুর শোক সহ্য করতে না পেরে অবশেষে মিরসাদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তে’কাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শোকে পাথর হয়ে গেছে পরিবার গুলো!
দোয়া করা ছাড়া আমাদের কিছু বলার আর ভাষা নেই।
ফেসবুক যেন পরিণত হয়েছে শোকের খাতায়।
জেসমিন লিখেছেন-
‘এই মা তার সন্তান এর জন্য আল্লাহর কাছে পর্যন্ত চলে গিয়েছে সে এতটাই তার সন্তানকে ভালোবাসে আর সন্তানের সাথে তার একদম হৃদয়ের অন্তস্থল থেকে জড়িয়ে ছিলো’
আল্লাহ যেনো দুইজনকেই ভালো রাখেন তবে বাচ্চাটি তো জান্নাতের পাখি।
মিরা লিখেছেন-