32.9 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫

লন্ডনে মোদি, আজ ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

বহুল প্রত্যাশিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে বৃহস্পতিবার ভোরে লন্ডনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে আজ এই চুক্তি স্বাক্ষরিত হবে। উভয় দেশই এটিকে দ্বিপাক্ষিক সম্পর্কের এক ‘মোড় পরিবর্তনের মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে।

লন্ডনে পৌঁছানোর পর প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় সাড়া দেয়,  মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “যুক্তরাজ্যে ভারতীয় কমিউনিটির ভালোবাসা ও আগ্রহ আমাকে অভিভূত করেছে।”

এই চুক্তির মাধ্যমে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে পণ্য ও সেবাবাণিজ্যে শুল্ক ছাড়, উদ্ভাবন, সরকারি ক্রয় ও মেধাস্বত্ব বিষয়ক বিভিন্ন জটিলতার সমাধান আসবে। চুক্তিতে একটি সামাজিক সুরক্ষা ব্যবস্থা–‘ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন অ্যাগ্রিমেন্ট’–ও অন্তর্ভুক্ত থাকছে।

ভারতের জন্য টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়বে, আর যুক্তরাজ্যের জন্য উন্মুক্ত হবে ভারতের সফট ড্রিংক, কসমেটিকস, চিকিৎসা যন্ত্র ও হুইস্কির বাজার। হুইস্কির শুল্ক এক দশকে ১৫০ শতাংশ থেকে ৪০ শতাংশে নেমে আসবে।

ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির আওতায় ৬ বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ ও রপ্তানি চুক্তি সম্পন্ন হয়েছে। এয়ারবাস ও রোলস-রয়েসসহ ২৬টি ব্রিটিশ কোম্পানি ভারতে তাদের কার্যক্রম সম্প্রসারণ করবে।

স্টারমার এই চুক্তিকে যুক্তরাজ্যের জন্য ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করে বলেন, “এটি আমাদের অর্থনীতিতে গতি আনবে, কর্মসংস্থান বাড়াবে এবং ব্রিটিশ জনগণের জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

ওটিটি নিষিদ্ধের সিদ্ধান্তে সন্তুষ্ট কঙ্গনা, বললেন ‘দেশের সংস্কৃতি রক্ষায় জরুরি পদক্ষেপ’

বিনোদন ডেস্ক: ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি ২৪টি ওটিটি অ্যাপ ও প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে, যেগুলোর বিরুদ্ধে অশ্লীল ও...