Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো দেশ। এমন হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষাপটে সংগীত থেকেও সাময়িক বিরতি নিলেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল।
ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে নীরব ছিলেন ইমরান। অবশেষে বুধবার বিকেলে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “দ্য শো মাস্ট গো অন।” তবে এক ভক্ত মন্তব্যে অনুরোধ জানান, “ইমরান ভাইয়া, এক সপ্তাহের আগে কোনো গান রিলিজ কইরেন না। মনটা ভালো নেই কারও। ছোট ছোট বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।” ভক্তের এই আবেগঘন অনুরোধে সাড়া দিয়ে ইমরান উত্তর দেন, “এক সপ্তাহ কেন, এই মাসেই কোনো গান ছাড়া হবে না।”
এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে ইমরান লেখেন, “ট্রমা কাজ করছে। আকাশে বিমানের শব্দ শুনলেই ভয় লাগে। ঘুম আসে না। আল্লাহ সহায় হোক।”
শুধু ইমরান নন, ছোট পর্দার অভিনেতা আরশ খানও চলতি সপ্তাহে তার কোনো নাটক সম্প্রচার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি। শোক প্রকাশ করেছেন আরও বহু শিল্পী।
উল্লেখ্য, গত সোমবার দেশের ইতিহাসে অন্যতম মর্মান্তিক দিন পার করে বাংলাদেশ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত শতাধিক, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।