Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
ক্যাস্পিয়ান সাগরে যৌথ অনুসন্ধান ও উদ্ধার মহড়া শেষ করেছে ইরান ও রাশিয়া। ‘সিএএসএআরইএক্স ২০২৫’ শীর্ষক এই মহড়ার সমাপ্তি ঘটে একটি বর্ণাঢ্য সামুদ্রিক কুচকাওয়াজের মাধ্যমে। এতে অংশগ্রহণকারী জাহাজগুলো ইরানের কমান্ড জাহাজ ‘সিপার’-এর পাশ দিয়ে কুচকাওয়াজ করে মহড়ার শেষ ঘোষণা করে। খবর দিয়েছে ইরানের মেহের বার্তা সংস্থা।
এই মহড়ায় উভয় দেশের নৌ ও বিমান ইউনিট অংশ নেয়। মহড়ার প্রতিপাদ্য ছিল— ‘নিরাপদ ও সুরক্ষিত ক্যাস্পিয়ান সাগরের জন্য একসঙ্গে।’ ইরানের সেনা নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ ‘সেপার’, ‘পেইকান’, ‘জোশান’ ও ‘দেরফাশ’, আইআরজিসির ‘শহীদ বাসির’ জাহাজ, পুলিশ মেরিটাইম ফোর্সের টহল নৌকা ‘হায়দার’, বন্দর ও সামুদ্রিক সংস্থার ‘পাক বুম’, টাগবোট ‘হারজ’ ও ‘আনজালি’ এই মহড়ায় অংশ নেয়।
আকাশপথে অংশ নেয় ইরানের দুটি এবি-২১২ হেলিকপ্টার। রাশিয়ার পক্ষ থেকে অংশ নেয় ‘এসবি৭৩৮’ অনুসন্ধান ও উদ্ধার জাহাজ।
ইরান-রাশিয়া যৌথ নৌ মহড়ার দ্বিতীয় রিয়ার অ্যাডমিরাল মোহসেন রাজ্জাঘি বলেন, “চূড়ান্ত কুচকাওয়াজের মাধ্যমে মহড়ার সফল সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এটি দুই দেশের নৌ সহযোগিতায় একটি নতুন অধ্যায় রচনা করল।”
এদিকে, তুরস্কের কাছে ‘টাইফুন’ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জার্মানি, যা আন্তর্জাতিক নিরাপত্তা ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।