27.3 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ মাহমুদ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‌‘স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।’

সরকারের এই সিদ্ধান্তকে স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয় প্রভাব কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন আয়োজনের দাবি জানানো হচ্ছিল।

এর আগে, ২০১৫ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার আইনে সংশোধন এনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে প্রার্থী দেওয়ার বিধান চালু করে। এরপর ২০১৭ সালে প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়।

তবে আইন সংশোধনের মাধ্যমে এবার সেই প্রক্রিয়া থেকে সরে আসছে সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তনের ফলে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচন আরও অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ হতে পারে।

স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংশোধনী কার্যকর হলে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রতীকে ভোট হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ হালাল শিল্প পার্ক প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছে

খবরের দেশ ডেস্কঃ ক্রমবর্ধমান বৈশ্বিক হালাল পণ্যের বাজারে অংশ নিতে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মালয়েশিয়ার...