29.9 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

নিজেকে নতুন করে পরিচয় দিলেন মালালা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

শান্তিতে নোবেলজয়ী এবং মেয়েদের শিক্ষা অধিকার আন্দোলনের বিশ্বব্যাপী মুখ, মালালা ইউসুফজাই সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের শৈশবের একটি ছবি শেয়ার করে তুলে ধরেছেন তাঁর জীবনের ব্যক্তিগত কিছু মুহূর্ত।

সোমবার (২২ জুলাই) দেওয়া পোস্টে মালালা লেখেন, “যদি তোমরা আমাকে নিয়ে কোনো প্রোজেক্ট করো, তাহলে তুমি সম্ভবত আমাকে সেই ১৫ বছরের কিশোরী হিসেবে চিনবে, যাকে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে লড়ার জন্য তালেবানরা গুলি করেছিল। সেটা ১৩ বছর আগের কথা। এখন অনেক কিছু বদলেছে, আবার কিছু কিছু রয়ে গেছে একই। তাই আজ আমি কে—তা জানিয়ে দিচ্ছি।”

পাকিস্তান থেকে যুক্তরাজ্যে এসে অক্সফোর্ডে পড়াশোনা শুরুর অভিজ্ঞতা বর্ণনা করে মালালা বলেন, “অনেক বন্ধু পেয়েছি, মজা করেছি, নিজের সম্পর্কে অনেক কিছু শিখেছি। মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াই করেছি, প্যানিক অ্যাটাকও হয়েছিল। থেরাপি অনেক সাহায্য করেছে।”

স্বামী আসের মালিক প্রসঙ্গে বলেন, “তিনি প্রতিদিন আমাকে হাসিখুশি রাখেন।” মজা করে আরও যোগ করেন, “আসের আমাকে ‘জিম ব্রো’ বলে ডাকে।”

ভ্রমণপ্রিয় মালালা বলেন, “ভ্রমণ পছন্দ করি, কিন্তু প্রস্তুতিতে একেবারেই ভালো না। সব সময় কিছু না কিছু ভুলে যাই।” রান্না করতে না পারার কথাও অকপটে স্বীকার করেন তিনি।

শেষে বলেন, “এই ছবির মেয়েটি গাড়ির মেকানিক হতে চেয়েছিল। কিন্তু স্কুলের প্রতিটি মেয়ে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে—এই আশা কখনো বদলাবে না।”

- Advertisement -spot_img
সর্বশেষ

ভোলায় বোরহানউদ্দিনে ভূয়া নামজারি তৈরী চক্রের সদস্য প্রধান দলিল লেখক বাবুল

ভোলা প্রতিনিধি, ভোলার বোরহানউদ্দিনে ভূয়া নামজারি ও দাখিলা তৈরী করে দাতা, গ্রহীতার জমির দলিল রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দিচ্ছে,চক্রের প্রধান...