Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় বিকেলে সুদূর পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এবং দ্য ডেইলি সাবাহ জানিয়েছে, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান টিন্ডা শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে খোঁজ নিয়ে জানা যায়, বিমানটি বিধ্বস্ত হয়েছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ এক টেলিগ্রাম পোস্টে জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালাতে প্রয়োজনীয় সব বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
তবে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে মোট যাত্রীর সংখ্যা কিছুটা কম হতে পারে—প্রায় ৪০ জন। যদিও পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ৫০ বলে নিশ্চিত করেছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তদন্ত চলছে। এদিকে, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে।
রাশিয়ার সাম্প্রতিক ইতিহাসে এটিই অন্যতম বড় বিমান দুর্ঘটনা বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম। নিহতদের স্মরণে জাতীয় শোক ঘোষণারও প্রস্তুতি চলছে।