Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বরাবরই পিছিয়ে ছিল বাংলাদেশ। পরিসংখ্যানের খাতা খুললে তা আরও স্পষ্ট হয়। কিন্তু সময় বদলে যাচ্ছে। চলতি সিরিজেই সেই পিছিয়ে থাকা বাংলাদেশই এখন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে।
এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২৪ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র ৫ ম্যাচ, যার মধ্যে সর্বশেষ দুটি ম্যাচ এই সিরিজেরই। পাকিস্তান জিতেছে ১৯ বার। দলগত সর্বোচ্চ রানে পাকিস্তান ২০০৮ সালে করাচিতে করেছিল ২০৩/৫। বাংলাদেশ তাদের সর্বোচ্চ সংগ্রহ তুলেছে ২০২৫ সালে লাহোরে—১৯৬/৬।
সর্বনিম্ন রানের তালিকাতেও এগিয়ে পাকিস্তান। বাংলাদেশ ২০১১ সালে মিরপুরে করেছিল মাত্র ৮৫ রান, যেখানে একই বছর পাকিস্তান করে ১২৭ রান।
ব্যক্তিগত পারফরম্যান্সেও পাকিস্তান খানিকটা এগিয়ে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন সাকিব আল হাসান (৩৬০), পাকিস্তানের পক্ষে মোহাম্মদ হাফিজ (২৭৭)। সর্বোচ্চ এক ইনিংসের রানে শীর্ষে পাকিস্তানের আহমেদ শেহজাদ—২০১৪ সালে মিরপুরে ১১১* রান। বাংলাদেশের পক্ষে সেরা ইনিংস সাকিবের ৮৪ রান, ২০১২ সালে পাল্লেকেলেতে।
উইকেটের দিক থেকেও এগিয়ে পাকিস্তান। শাদাব খান নিয়েছেন ১২ উইকেট, বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ নিয়েছেন ১১টি। সেরা বোলিং ফিগার পাকিস্তানের হাসান আলীর—৫/৩০। বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ ৩/১০।
তবে এসব পরিসংখ্যান ছাপিয়ে এবার নতুন এক বাংলাদেশকে দেখছে ক্রিকেটবিশ্ব। পাকিস্তানের বিপক্ষে জয়ের ক্ষুধা এবার অন্যরকম।