Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠক কেবল তখনই সম্ভব, যখন শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত হবে। তুরস্কের ইস্তানবুলে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার তৃতীয় দফা শেষে এমন শর্ত জানিয়েছেন রুশ প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, বুধবার (২৩ জুলাই) ইস্তানবুলে আলোচনার রাউন্ড শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদিনস্কি বলেন, “শীর্ষ পর্যায়ের বৈঠক তখনই যৌক্তিক হবে, যখন একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির বিষয়ে দুই পক্ষ একমত হবে। কেবল আলোচনা করতে নয়, বরং চুক্তি স্বাক্ষরের জন্যই এমন বৈঠক হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “চুক্তির উপযোগী পরিবেশ তৈরি না হলে পুতিন-জেলেনস্কি বৈঠক অর্থহীন হবে। এই অবস্থান আমরা ইউক্রেনীয় প্রতিনিধিদের কাছে স্পষ্টভাবে জানিয়েছি।”
এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ও আলোচক দলের প্রধান রুস্তেম উমেরভ প্রস্তাব দেন, অচলাবস্থা নিরসনে আগামী আগস্টে দুই রাষ্ট্রপ্রধানের সরাসরি বৈঠক হওয়া দরকার।
এ প্রসঙ্গে মেদিনস্কি ইতিহাসের উদাহরণ টেনে বলেন, “১৯৪০-এর দশকে চীনে চিয়াং কাই-শেক ও মাও সেতুং পাঁচবার বৈঠক করেছিলেন, হাসিমুখে ছবি তুলেছেন, তবু গৃহযুদ্ধ থামেনি। শুধু আলোচনার জন্য বৈঠক করে কোনো লাভ নেই।”
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও বলেন, “যতক্ষণ না আলোচনায় চূড়ান্ত অগ্রগতি হচ্ছে, ততক্ষণ প্রেসিডেন্ট পুতিন বৈঠকে বসবেন না।” যদিও সম্প্রতি পুতিন জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবুও আলোচনার অগ্রগতি হলে বৈঠকে তিনি রাজি আছেন বলেও জানান।