Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
মালয়েশিয়ার জোহর রাজ্যের তানজুং ল্যাংসা এলাকায় অভিযান চালিয়ে ৮৪ জন বাংলাদেশিসহ ২২৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুলাই) রাতে পাসির গুদাংয়ে বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রক্রিয়াকরণ সাইটে এই অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে জোহর মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস বলেন, গোপন সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬৬৪ জনের কাগজপত্র যাচাই করে যাদের বৈধ পারমিট ছিল না, তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও নেপালের নাগরিকও রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে। পাশাপাশি প্রকল্পস্থলের ব্যবস্থাপক ও মানবসম্পদ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রুসদি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), ১৫(১)(সি), এবং রেগুলেশনস ১৯৬৩ এর রেগুলেশন ১১(৭)(এ) ও ৩৯(বি) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া, দুই স্থানীয় নাগরিকের বিরুদ্ধেও তদন্ত চলছে, যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় ও সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে।
সব অভিযুক্তকে তদন্তের স্বার্থে পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।