Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
ভারতীয় ক্রিকেটে নেমেছে দুঃসংবাদের ছায়া। সহ-অধিনায়ক ঋষভ পান্তের ডান পায়ের আঙুলে চিড় ধরা পড়েছে। অন্তত ছয় সপ্তাহের বিশ্রাম দরকার চিকিৎসকদের মতে। যার মানে, শুধু ম্যানচেস্টার টেস্ট নয়, পুরো অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ থেকেই ছিটকে গেলেন পান্ত।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো ও ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, স্ক্যান রিপোর্টে তার ইনজুরি গুরুতর বলে ধরা পড়েছে। বোর্ডের এক কর্মকর্তা বলেন, “ওকে এখনো অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটতে হচ্ছে। ব্যাটিং করানো ঝুঁকিপূর্ণ হবে। আমরা ওকে খেলানোর পক্ষে নই।”
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ৩৭ রানে ব্যাট করার সময়ই চোট পান উইকেটরক্ষক ব্যাটার পান্ত। তখনই মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গলফ-কার্টে করে মাঠ ছাড়াতে হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্ক্যান রিপোর্টে ধরা পড়ে পায়ের আঙুল ভেঙে গেছে।
বোর্ড সূত্রে আরও জানা যায়, ব্যথা কমাতে ওষুধ দিয়ে ব্যাটিংয়ের চেষ্টা করা হতে পারে—তবে সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আর যদি পান্ত না খেলেন, তাহলে ভারত ১০ ব্যাটার নিয়েই খেলবে। উইকেটকিপিংয়ের দায়িত্বে থাকবেন ধ্রুব জুরেল।
এই ইনজুরি ভারতীয় শিবিরে বড় ধাক্কা। পান্ত ছিলেন ব্যাটিং অর্ডারে ভরসার জায়গা। সিরিজের গুরুত্বপূর্ণ মুহূর্তে তার ছিটকে যাওয়া দলের জন্য বড় ক্ষতির নামান্তর।
এখন ভারত তাকিয়ে থাকবে দ্রুত সেরে ওঠার পথে পান্ত কতটা এগোতে পারেন তার দিকেই।