Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৮৭ বার পিছিয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন নতুন তারিখ ২৬ আগস্ট ধার্য করেছেন।
মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আবারও প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় এই মামলাটি করা হয়।
জানা গেছে, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি হ্যাকাররা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে ফিলিপাইনের কয়েকটি ব্যাংক ও ক্যাসিনোতে সরিয়ে নেয়। ঘটনার এক মাস পর, ১৫ মার্চ মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা।
মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। মামলার তদন্তে দীর্ঘ সময় লাগায় বারবার সময় চেয়ে প্রতিবেদন দাখিলে বিলম্ব করছে সিআইডি।
বিশ্ব ইতিহাসের অন্যতম আলোচিত এই সাইবার চুরির ঘটনায় এখনো অভিযুক্তদের শনাক্ত ও বিচারের মুখোমুখি করা যায়নি। ফলে তদন্তের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।