Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ও ‘ঘোষণাপত্র’ আদায়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের পক্ষে কাজ করছে। এনসিপি বিশ্বাস করে, জনগণের আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদের অবসান ঘটবে।” তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে।
এদিন সকাল থেকে এনসিপি’র ২৪তম দিনের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে শহরের জেলা পরিষদ সড়ক থেকে পদযাত্রা শুরু হয়ে টিএ রোড, মসজিদ রোড, কুমারশীল মোড়সহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর পদযাত্রাটি পৌর মুক্তমঞ্চে গিয়ে এক সমাবেশে রূপ নেয়।
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এবং কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিনসহ আরও অনেকে।
দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “মাইলস্টোনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্গঠনের পাঁয়তারা করছে। ফ্যাসিবাদবিরোধী সব দলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”