26.3 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫

ইউরো ২০২৫ ফাইনালের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইংল্যান্ডের মিশেল আগিয়েমাং

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

চার বছর আগেও তিনি ছিলেন উইম্বলি স্টেডিয়ামে একজন বল গার্ল। আর আজ, মাত্র ১৯ বছর বয়সে, মিশেল আগিয়েমাং ইংল্যান্ডকে ইউরো ২০২৫-এর ফাইনালে তুলেছেন সুইজারল্যান্ডের মাটিতে।

জেনেভায় ইতালির বিপক্ষে সেমিফাইনালে ম্যাচের ৯৬তম মিনিটে সমতা ফেরানো গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই উঠতি ফরোয়ার্ড। এর আগে কোয়ার্টার ফাইনালেও সুইডেনের বিপক্ষে সমতা আনা গোল করেছিলেন বদলি হিসেবে নেমে।

চলো কেলি অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করলেও, “বিগ মিচ”-এর অতুলনীয় অবদান ভোলার নয়। কেলি বলেন, “মিশেল অসাধারণ। মাত্র ১৯ বছর বয়সে সে যা করছে, তা এক কথায় অভাবনীয়।”

ঘানার বংশোদ্ভূত আগিয়েমাং মাত্র তিন মাস আগে আন্তর্জাতিক অভিষেক করেন। এবার ইউরোর দলে ডাক পেয়ে দেখিয়ে দিয়েছেন তার সামর্থ্য। কোচ সারিনা উইগম্যান বলেন, “সে তরুণ হলেও পরিপক্ব। জানে, মাঠে কী করতে হয়।”

আগিয়েমাং ছোটবেলা থেকেই আর্সেনালের সমর্থক। ছয় বছর বয়সে ক্লাবের একাডেমিতে যোগ দেন। গত মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলে ভালো পারফরম্যান্সের সুবাদে আর্সেনালের সিনিয়র দলে সুযোগ পান। বর্তমানে ব্রাইটনে খেলছেন ধারে।

ইউরোতে তার এমন উত্থান কেবল ইংল্যান্ড নয়, গোটা বিশ্বে আলোড়ন তুলেছে। রবিবার ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড, আর পুরো দেশের দৃষ্টি থাকবে সেই ‘নেশনস সেভিয়ার’ মিশেল আগিয়েমাং-এর ওপর।

সূত্র: আল-জাজিরা

- Advertisement -spot_img
সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

খবরের দেশ ডেস্কঃ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে আসা সাত সরকারি কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষাটি...