Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অবকাঠামো ও রিয়েল এস্টেট খাতে ২.৯ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ বৃহস্পতিবার দামাস্কাসে এক সম্মেলনে এ ঘোষণা দেন। এই বিনিয়োগ বৃহত্তর ৬.৪ বিলিয়ন ডলারের একটি প্যাকেজের অংশ।
গত ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর নতুন সিরিয়ান সরকারকে ঘিরে ব্যাপক সমর্থন দিয়ে যাচ্ছে সৌদি আরব। সম্প্রতি রিয়াদ থেকে প্রায় ১৫০ জন বিনিয়োগকারী ও সরকারি-বেসরকারি প্রতিনিধি দামাস্কাস সফরে যান। তারা সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে বসেন এবং একটি ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ করেন।
সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় জানায়, এই ফোরামের লক্ষ্য হলো টেকসই উন্নয়নের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের জনগণের স্বার্থে সহযোগিতা জোরদার করা।
এ বছর শুরুতে সৌদি আরব ও কাতার মিলে সিরিয়ার ওয়ার্ল্ড ব্যাংকের ১৫ মিলিয়ন ডলারের ঋণ পরিশোধে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসেই সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন। এর আগে মে মাসে তিনি বেশিরভাগ নিষেধাজ্ঞা শিথিল করেন, যা সৌদি ও তুরস্কের অনুরোধে হয়।
তবে সিরিয়ায় অস্থিরতা এখনো কাটেনি। সুইদা প্রদেশে সংখ্যালঘু দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সহিংস সংঘর্ষ এবং ইসরায়েলের বিমান হামলা উদ্বেগ বাড়িয়েছে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা পায়।
সূত্র: আল-জাজিরা