26.3 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫

ভার্জিনিয়ায় জয়ের কোটি টাকার দুই বাড়ি শনাক্ত, জব্দে দুদকের উদ্যোগ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি–বিষয়ক সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুইটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাড়ি দুটির বাজারমূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৫৩ কোটি টাকা।

দুদক সূত্রে জানা গেছে, এই দুইটি বাড়ির মধ্যে একটি কেনা হয়েছে ২০১৪ সালের ৫ মে এবং অন্যটি ২০২৪ সালের ৬ জুলাই। তবে বাংলাদেশে আয়কর নথিতে এসব সম্পদের কোনো উল্লেখ নেই।

সূত্র জানায়, জয়ের বিদেশি সম্পদের বিষয়ে অনুসন্ধানে গঠিত দুদকের বিশেষ দল নির্ভরযোগ্য তথ্য ও দলিলপত্র সংগ্রহ করে কমিশনে জমা দিয়েছে। কমিশনের অনুমোদন পাওয়ার পর এখন আইনি প্রক্রিয়ায় বাড়ি দুটি জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে এ সংক্রান্ত তথ্য পাঠানো হবে, যাতে মার্কিন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

দুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “জয়ের নামে আরও ১৩টি বাড়ি ও একটি শপিংমলের তথ্য আমাদের কাছে আছে। এগুলো নিয়েও অনুসন্ধান চলছে।”

এই বিষয়ে সজীব ওয়াজেদ জয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরই দুদক এ ধরনের অনুসন্ধান তৎপরতা জোরদার করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

খবরের দেশ ডেস্কঃ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে আসা সাত সরকারি কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষাটি...