Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার মাউশির উপসচিব মো. আবদুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নীতিমালায় বলা হয়েছে, এসএসসি বা সমমানের পরীক্ষায় ২০২৫, ২০২৪ ও ২০২৩ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবে। বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক সনদ যাচাই সাপেক্ষে ভর্তির যোগ্যতা নির্ধারিত হবে।
বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে আগের নিয়মে। যেমন—বিজ্ঞান বিভাগে উত্তীর্ণরা সব বিভাগে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে উত্তীর্ণরা একে অন্যের বিভাগে আবেদন করতে পারবে।
ভর্তির ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা হবে না। কেবল এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। মোট আসনের ৯৩% উন্মুক্ত থাকবে, বাকির মধ্যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫%, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২% আসন সংরক্ষিত থাকবে।
মুক্তিযোদ্ধা কোটার জন্য সনদ ও গেজেটের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে দিতে হবে, আর মূল কপি প্রদর্শন করতে হবে ভর্তি সময়ে।
এর আগে নীতিমালা চূড়ান্ত করতে ২১ জুলাই বৈঠক আহ্বান করা হয়েছিল, যা যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় স্থগিত হয়। এরপর বৃহস্পতিবার চূড়ান্তভাবে নীতিমালা জারি করা হলো।