Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিল্লাত হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আফসার (৩২) নামের আরেকজন গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিল্লাত পরশুরাম পৌরসভার বাসপদুয়া গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে। আহত আফসার একই এলাকার এরামত উল্যাহর ছেলে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে সীমান্তবর্তী এলাকায় গুলির শব্দ শুনে তারা মিল্লাত ও আফসারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকির হোসেন মিল্লাতকে মৃত ঘোষণা করেন এবং আফসারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের পরিবার জানায়, মিল্লাত ও আফসার মাছ ধরতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। মিল্লাতের মা পারভিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে কোনো অপরাধ করেনি, শুধু মাছ ধরতে গিয়েছিল।”
বিজিবি ৪ ব্যাটালিয়নের ফেনী ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, “বাংলাদেশি দুই যুবক অনুপ্রবেশ করে ভারতের ভেতরে ঢুকে পড়লে বিএসএফ গুলি চালায়।”
এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।