Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
বাংলাদেশের বরেণ্য অভিনয়শিল্পী ডলি জহুর। মঞ্চ, টিভি এবং চলচ্চিত্র—সব মাধ্যমেই তাঁর সাবলীল অভিনয় জয় করেছে দর্শকের হৃদয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী এখন আর আগের মতো পর্দায় দেখা দেন না। নাটকে মাঝেমধ্যে দেখা মিললেও সিনেমা থেকে কার্যত নিজেকে সরিয়ে নিয়েছেন।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডলি জহুর বলেন, “একঘেয়েমি চলে এসেছে। এখনকার বেশিরভাগ চরিত্রই ঘুরেফিরে একই ধরনের। মা চরিত্রে ডাক পেলেও সেখানে গুরুত্ব থাকে না। তাই আর আগ্রহ পাই না।” তবে ব্যতিক্রম কিছু হলে এখনো নাটকে কাজ করেন তিনি।
অভিনয় থেকে দূরে থাকলেও ডলি জহুরের কণ্ঠে আক্ষেপের সুর, “আফসোস না, তবে কষ্ট হয়। অভিনয়ের ক্ষুধা মেটানোর মতো কাজ পাই না এখন। সম্মানির জন্য নয়, অভিনয়ের জন্যই কাজ করেছি আজীবন।”
বর্তমান ইন্ডাস্ট্রি নিয়েও নিজের হতাশা প্রকাশ করেছেন তিনি। বলেন, “মানুষের মধ্য থেকে নিখাদ ভালোবাসা উঠে গেছে। এখন আবেগও কৃত্রিম মনে হয়। সবাই শুধু নিজের লাভটাই দেখে।” এসব দেখেই মাঝে মাঝে সব ছেড়ে সন্তানদের কাছে অস্ট্রেলিয়া চলে যেতে মন চায়। “কিন্তু দেশের মানুষের কষ্ট দেখে ফের ফিরে আসি,” বলেন ডলি জহুর।
তাঁর কাছে সবচেয়ে বড় পুরস্কার? “মানুষের ভালোবাসা—এটাই সবচেয়ে বড়। রাষ্ট্রীয় পুরস্কার যেমন সম্মানজনক, দর্শকের ভালোবাসাও ঠিক ততটাই মূল্যবান,” বলেন গুণী এই অভিনেত্রী।