Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, “গাজার পরিস্থিতি অবর্ণনীয়, আর কোনোভাবেই যৌক্তিকভাবে সমর্থনযোগ্য নয়।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) দেওয়া এক বিবৃতিতে স্টারমার জানান, গাজায় বহুদিন ধরেই মানবিক সংকট চলছে। তবে বর্তমানে তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। “আমরা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি, যা আর চলতে দেওয়া যায় না,” বলেন তিনি।
এই সংকট নিরসনে স্টারমার জানান, তিনি জার্মানি ও ফ্রান্সের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। নিহতের সংখ্যা কমানো এবং জরুরি খাদ্য-ওষুধ সহায়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
সম্প্রতি গাজায় খাবার ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনে গঠিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF)’ এর বিতর্কিত ব্যবস্থাও কার্যকর না হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, গাজার প্রায় এক-চতুর্থাংশ মানুষ বর্তমানে দুর্ভিক্ষের মতো অবস্থায় রয়েছেন।
এরইমধ্যে যুক্তরাজ্যসহ ২৮টি দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েলকে ত্রাণ সরবরাহে সব ধরনের বাধা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, ইসরায়েলের বর্তমান ত্রাণব্যবস্থা গাজাবাসীদের মানবিক মর্যাদাকে উপেক্ষা করছে।
এদিকে ব্রিটিশ লেবার পার্টির অনেক এমপি স্টারমারের কাছে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। অনেকেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন।
স্টারমার বলেছেন, “যুদ্ধবিরতি বাস্তবায়ন ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকেই যুক্তরাজ্যের সমর্থন থাকবে। ফিলিস্তিনিদের রাষ্ট্রের অধিকার মৌলিক এবং অপরিবর্তনীয়।