Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে একাদশে পাঁচটি পরিবর্তন এনে হারের মুখ দেখেছে বাংলাদেশ। আগেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় বেঞ্চ শক্তি যাচাইয়ের। তবে শেষ ম্যাচে ৭৪ রানের বিশাল ব্যবধানে হার প্রশ্ন তুলেছে—এই পরীক্ষানিরীক্ষা কি সঠিক ছিল?
দলে ঢুকেছিলেন তানজিদ হাসান তামিম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। বাদ পড়েন পারভেজ ইমন, তৌহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
এই পরিবর্তন নিয়ে অধিনায়ক লিটন দাস বলেন, “তাসকিন বা শরিফুলের মতো বোলারদের ইনজুরি প্রবণতা বিবেচনায় রেখে খেলানো হচ্ছে। তাদের নিয়মিত খেলানো মানেই ঝুঁকি। তাই আমরা সামর্থ্য অনুযায়ী ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর চেষ্টা করছি।”
তবে মাঠের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। ওপেনার নাইম ও তামিম ব্যর্থ, মিরাজ বল হাতে এক ওভারেই ১৪ রান দিয়ে বাদ, ব্যাটেও ব্যর্থ। একমাত্র ব্যতিক্রম নাসুম আহমেদ, যিনি ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন। সাইফউদ্দিন শেষ ওভারে খরুচে হলেও ব্যাট হাতে ৩৫* রানে দলকে লজ্জা থেকে কিছুটা রক্ষা করেন।
লিটন মনে করেন, এই পরীক্ষা দলের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য জরুরি ছিল। “স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন বিকল্প তৈরি করা। তাই সবাইকে সুযোগ দেওয়া দরকার,” বলেন তিনি।
ম্যানেজমেন্ট এখন বুঝেছে—কে পরিকল্পনায় থাকবেন, আর কারা বাদ পড়বেন।