Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’ শিগগিরই প্রচারে আসছে। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। নির্মাতা জানিয়েছেন, আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে সপ্তাহে টানা পাঁচ দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি।
‘শাদী মোবারক’ মূলত একটি পারিবারিক গল্পের নাটক। শামীম জামানের নির্মিত নাটক মানেই সেখানে মোশাররফ করিমের উপস্থিতি—এ নাটকেও তার ব্যতিক্রম হয়নি। পরিচালক বলেন, “যে নাটকে মোশাররফ থাকেন, সেই নাটক দর্শকের কাছে আলাদাভাবে গ্রহণযোগ্য হয়। তাছাড়া আমাদের বন্ধুত্ব আর বোঝাপড়াও খুব ভালো, তাই প্রায়ই তাকে নিয়ে কাজ করি। নাটকটি নিয়ে আমরা খুব আশাবাদী।”
অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “শামীম জামানের সঙ্গে আমার কাজের রসায়ন বরাবরই ভালো। এর আগেও আমরা একাধিক ধারাবাহিকে কাজ করেছি, যেগুলো দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছে। এবারও নতুন একটি কাজ শুরু করলাম। আশা করি দর্শকরা নাটকটি উপভোগ করবেন।”
নাটকের বাইরে মোশাররফ করিম এখন নিয়মিত সিনেমাতেও কাজ করছেন। সর্বশেষ চলতি বছরের রোজার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘চক্কর ৩০২’, যা দর্শকমহলে বেশ প্রশংসিত হয়।
দর্শকদের পছন্দের এই অভিনেতার নতুন নাটক ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।