29.1 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে তুমুল গোলাগুলি, নিহত ৫

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে তুমুল গোলাগুলির ঘটনায় দেশটির সেনাবাহিনীর এক মেজর ও এক সিপাহীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্ত্রাসী গোষ্ঠীর তিন সদস্যও রয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীরা ওই এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান চালায়। এ সময় গোলাগুলিতে সেনাবাহিনীর মেজর জিয়াদ সেলিম আওয়াল (৩১) ও সিপাহী নাজাম হুসেইন (২২) নিহত হন। মেজর জিয়াদ সামনে থেকে নেতৃত্ব দিয়ে অভিযানে অংশ নেন।

বিবৃতিতে বলা হয়, অভিযানে তিন সন্ত্রাসীকে ‘নরকে পাঠানো’ হয়েছে। তাছাড়া এলাকাটি সন্ত্রাসীমুক্ত করতে এখনো অভিযান চলছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, ওই অঞ্চলে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার প্রবণতা বেড়েছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই বেশিরভাগ হামলা পরিচালিত হচ্ছে।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের সাহসী সেনাদের এই আত্মত্যাগ দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের হুমকি প্রতিহত করতে আমরা বদ্ধপরিকর।”

- Advertisement -spot_img
সর্বশেষ

বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান পরিচালনা;

বানারীপাড়া প্রতিনিধি ''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...