32.5 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

শেরপুর সীমান্তে শিশুসহ ২১ রোহিঙ্গাকে বিএসএফের পুশইন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নাকুগাঁও স্থলবন্দরের ৩ নম্বর সীমান্ত গেইট দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। এর আগেই সন্ধ্যার পর ভারতীয় সীমান্তে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, পুশইন হওয়া রোহিঙ্গারা সবাই মিয়ানমারের নাগরিক। ২০১৬ সাল পর্যন্ত তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন। পরে ২০১৭ সালে দালালের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করতেন। সম্প্রতি ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে, বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘালয়ের ডালু সীমান্তে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে তাদের জড়ো করা হয়। এরপর রাত সোয়া ১২টার দিকে সীমান্ত পিলার ১৪১৫-এর মাঝামাঝি স্থানে ৩ নম্বর গেইট দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

বিজিবির সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে নাকুগাঁও মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান পরিচালনা;

বানারীপাড়া প্রতিনিধি ''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...