32.5 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

বাংলা রক্ষায় প্রয়োজনে ফের ভাষা আন্দোলনের হুঁশিয়ারি মমতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

প্রয়োজনে আবারও ভাষা আন্দোলন হবে— এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষা বাংলা রক্ষার প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়ে তিনি বলেন, ‘বাংলা ভাষার ওপর সন্ত্রাস চলছে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে এসব বলেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, “উত্তমকুমার আমাদের প্রাণের মানুষ, আমাদের সংস্কৃতির গর্ব। ভাষা, সভ্যতা ও সংস্কৃতি জাতির মেরুদণ্ড। আজ বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে, দেশান্তরিত করা হচ্ছে। এটা চলতে পারে না।”

তিনি আরও জানান, বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। সংখ্যার ভিত্তিতে এটি বিশ্বে পঞ্চম এবং এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ভাষা।

বাংলা সিনেমা, গান ও শিল্পীদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে মমতা বলেন, “বাংলা ভাষাকে অপমান করবেন না। অন্য ভাষার প্রতি সম্মান রেখেই বলছি, বাংলায় যারা কাজ করছেন, তাদের একটু বেশি গুরুত্ব দিন।”

বাংলার সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের দিক তুলে ধরে তিনি বলেন, “বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্রের জন্ম দিয়েছে। জাতীয় সঙ্গীত এসেছে বাংলার হাত ধরে। নবজাগরণ ও স্বাধীনতার সূচনা এই বাংলা থেকেই। সেই বাংলার ভাষার ওপর কেন সন্ত্রাস?”

শেষে তিনি বলেন, “বাংলার মানুষকে যদি শুধু বাংলা বলার কারণে গ্রেফতার করা হয়, তাহলে লড়াই হবে দিল্লির বুকে। প্রয়োজনে আবারও ভাষা আন্দোলন হবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান পরিচালনা;

বানারীপাড়া প্রতিনিধি ''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...