28.8 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

ডি ভিলিয়ার্সের অলটাইম একাদশে কোহলি থাকলেও জায়গা মেলেনি শচীন-আকরামদের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যাটার এবি ডি ভিলিয়ার্স সম্প্রতি তার সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেছেন। এই তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় তারকা বিরাট কোহলি, তবে চমক জাগিয়ে বাদ পড়েছেন ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকার এবং পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম।

বর্তমানে ইংল্যান্ডে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) ২০২৫’-এ দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস দলের অধিনায়কত্ব করছেন ডি ভিলিয়ার্স। এই টুর্নামেন্ট চলাকালেই নিজের অলটাইম পছন্দের একাদশ বেছে নেন তিনি।

ওপেনার হিসেবে ডি ভিলিয়ার্স দলে রেখেছেন গ্রায়েম স্মিথ ও ম্যাথিউ হেইডেনকে। তিন নম্বরে রয়েছেন রিকি পন্টিং। মিডল অর্ডারে আছেন বিরাট কোহলি, স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসন। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

বোলিং বিভাগে আছেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন, পাকিস্তানের মোহাম্মদ আসিফ এবং স্পিনে মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে গ্লেন ম্যাকগ্রাকে।

পাকিস্তানের হয়ে শোয়েব আখতার বা ওয়াসিম আকরামের পরিবর্তে আসিফকে দলে রাখার কারণ ব্যাখ্যা করে ডি ভিলিয়ার্স বলেন, ‘আসিফ দুই দিকেই বল সুইং করাতে পারত, নিয়ন্ত্রণ ছিল অসাধারণ।’

তবে এই দলে ইংল্যান্ড, বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজের কোনো খেলোয়াড় নেই। সবচেয়ে বিস্ময়কর বিষয়—‘ক্রিকেটের ঈশ্বর’ খ্যাত শচীন টেন্ডুলকারের অনুপস্থিতি, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র আলোচনা।

- Advertisement -spot_img
সর্বশেষ

ভোলায় বোরহানউদ্দিনে ভূয়া নামজারি তৈরী চক্রের সদস্য প্রধান দলিল লেখক বাবুল

ভোলা প্রতিনিধি, ভোলার বোরহানউদ্দিনে ভূয়া নামজারি ও দাখিলা তৈরী করে দাতা, গ্রহীতার জমির দলিল রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দিচ্ছে,চক্রের প্রধান...