Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
হঠাৎ দুর্ঘটনায় শরীরের অংশ পুড়ে যেতে পারে আগুনে। পুড়ে যাওয়া অংশ যতটুকুই হোক না কেন, তাৎক্ষণিক সঠিক ব্যবস্থা না নিলে সংক্রমণসহ জটিলতা বাড়তে পারে। তাই এমন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কী করবেন, তা জানা অত্যন্ত জরুরি।
প্রথমেই গায়ে আগুন লাগলে সেটি নিভিয়ে ফেলুন। মাটিতে গড়াগড়ি দিয়ে, ভারী কম্বল দিয়ে পেঁচিয়ে বা পানি ঢেলে আগুন নিভাতে হবে। কাপড়ে আগুন ধরলে দ্রুত সেটি খুলে ফেলুন।
শরীরে থাকা গহনা খুলে ফেলুন। তবে গলে যাওয়া বা চামড়ার সঙ্গে লেগে থাকা কিছু জোর করে টানবেন না। এতে চামড়ার মারাত্মক ক্ষতি হতে পারে।
পুড়ে যাওয়া স্থানে ২০ মিনিটের মতো ট্যাপের পানি প্রবাহে রাখুন। না থাকলে মগ বা বালতির সাহায্যে ঠান্ডা পানি ঢালুন। আক্রান্ত ব্যক্তিকে ভেজা তোয়ালে বা চাদর দিয়ে মুড়িয়ে দিন।
পানিশূন্যতা রোধে ডাবের পানি, ওরস্যালাইন বা তরল খাবার দিন। ক্ষতস্থানে বার্নল, বার্না, নিওবার্নিয়া বা মিল্কক্রিম লাগিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিন।
পুড়ে যাওয়া গুরুতর হলে দ্রুত বার্ন ইউনিট বা হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগে নিতে হবে। কোনো অবস্থাতেই টুথপেস্ট, গাছের পাতা বা মসলা লাগাবেন না, বরফও নয়। এসব সংক্রমণ ও জটিলতা বাড়ায়।
শ্বাসনালি পুড়ে গেলে আইসিইউ প্রয়োজন হতে পারে। ড্রেসিং, অ্যান্টিবায়োটিক ও প্রয়োজনীয় ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে।