32.5 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

প্রেসক্লাবের সামনে ‘রাজনৈতিক সহিংসতার চিত্র প্রদর্শনী’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

রাজনীতিতে সহিংসতা, নিখোঁজ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন ইস্যুতে ছবি ও দলিলভিত্তিক এক প্রদর্শনীর আয়োজন করেছে ‘জাগ্রত জুলাই’ ও ‘জুলাই ঐক্য’ নামের দুটি সংগঠন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন হবে। আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীটি চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

আয়োজকদের দাবি, এই প্রদর্শনীর মাধ্যমে তারা গুম, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের দলিল ও তথ্য জনসমক্ষে তুলে ধরবেন।

সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রদর্শনীটি কোনো একটি দল বা মতকে লক্ষ্য করে নয়, এটি একটি প্রতিবাদী চিত্রমালা, যেখানে গত কয়েক দশকে ঘটে যাওয়া সহিংস ঘটনার দলিল, সংবাদ প্রতিবেদন, ছবিসহ নানা উপাদান থাকছে।’

প্রদর্শনী শেষে একটি প্রতীকী কর্মসূচিরও আয়োজন করা হবে বলে জানানো হয়েছে, যা ‘রাজনৈতিক বিচার ও জবাবদিহিতার প্রতীকী দাবি’ হিসেবে ব্যাখ্যা করেছে আয়োজকেরা।

প্রদর্শনীতে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আয়োজকরা যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন, তাহলে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান পরিচালনা;

বানারীপাড়া প্রতিনিধি ''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...