Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
দুর্বল পাসওয়ার্ডের খেসারত দিতে হলো যুক্তরাজ্যের প্রায় ১৬০ বছরের পুরোনো পরিবহন কোম্পানি কেএনপি লজিস্টিকসকে। একটি র্যানসমওয়্যার হামলায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ডেটা হ্যাক হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে গেছে কার্যক্রম। চাকরি হারিয়েছেন অন্তত ৭০০ কর্মী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ‘আকিরা’ নামের একটি সাইবার গ্যাং কেএনপির অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করে তাদের ডেটা এনক্রিপ্ট করে ফেলে। ধারণা করা হচ্ছে, একটি দুর্বল পাসওয়ার্ড অনুমান করে হ্যাকাররা প্রথমে সিস্টেমে ঢোকে।
কেএনপির পরিচালক পল অ্যাবট জানান, নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও একটি দুর্বল পাসওয়ার্ড থেকেই বিপর্যয় ঘটে। তিনি বলেন, “যার পাসওয়ার্ড ব্যবহার হয়েছে, তাকে আমি দোষারোপ করছি না। তবে এটি আমাদের সবার জন্য বড় শিক্ষা।”
হ্যাকাররা একটি বার্তায় লেখে, ‘আপনার কোম্পানির অবকাঠামো এখন আংশিক বা সম্পূর্ণরূপে অচল। আসুন গঠনমূলক আলোচনায় বসি।’ মুক্তিপণের পরিমাণ উল্লেখ না করলেও সাইবার বিশেষজ্ঞদের ধারণা, দাবি করা অঙ্কটি ৫০ লাখ পাউন্ডের মতো।
মুক্তিপণ পরিশোধ করতে না পারায় কেএনপি লজিস্টিকস তাদের তথ্য পুনরুদ্ধার করতে পারেনি, যার ফলে কোম্পানিটি কার্যত দেউলিয়া হয়ে যায়।
জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রধান রিচার্ড হর্ন বলেন, “ব্যবসাগুলোকে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই হবে।” তিনি সতর্ক করেন, হ্যাকাররা নতুন কিছু উদ্ভাবনের চেয়ে পুরোনো দুর্বলতাগুলোকেই কাজে লাগিয়ে যাচ্ছে।