32.5 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণা, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, “মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকার থেকে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।” তিনি এ-ও জানান, এই পদক্ষেপে অন্য অংশীদারদেরও যুক্ত করতে চায় ফ্রান্স।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “এটি সন্ত্রাসের পুরস্কার এবং ইরানের আরেকটি প্রতিনিধিত্বমূলক রাষ্ট্র তৈরির ঝুঁকি সৃষ্টি করে।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “ম্যাক্রোঁর এই সিদ্ধান্ত হামাসের প্রচারণাকে উৎসাহ দেবে এবং শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হবে।”

এর আগে কানাডাও ইসরায়েলকে গাজায় মানবিক বিপর্যয় ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়ার জন্য সমালোচনা করে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুই রাষ্ট্র সমাধানের পক্ষে কথা বলেন।

ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ এক্স-এ লেখেন, “ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে সমর্থনের প্রতিফলন।”

জাতিসংঘের সম্মেলনের আগেই ফ্রান্সের এই ঘোষণাকে কূটনৈতিক গতি সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান পরিচালনা;

বানারীপাড়া প্রতিনিধি ''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...