28.3 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

সিরিয়ায় রাসায়নিক হামলা: বাশার আল-আসাদের বিচার চলবে কি না, সিদ্ধান্ত আজ ফরাসি সর্বোচ্চ আদালতে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

সিরিয়ায় রাসায়নিক হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে মামলা চলতে পারে কি না, সে বিষয়ে শুক্রবার (২৫ জুলাই) রায় দিতে যাচ্ছে ফ্রান্সের সর্বোচ্চ আদালত ‘কুর দ্য কাসাসিয়ঁ’।

ফরাসি ও সিরীয় মানবাধিকার সংগঠন এবং ইউরোপীয় তদন্তকারীদের সংগ্রহ করা নৃশংসতার প্রমাণের ভিত্তিতে আদালত তার রাষ্ট্রীয় দায়মুক্তির অধিকার বাতিল করলে, ২০১৩ সালের ঘৌতা এবং ২০১৮ সালের দোমায় রাসায়নিক হামলার জন্য আসাদের অনুপস্থিতিতে বিচার শুরু হতে পারে।

এই রায় শুধু আসাদের জন্য নয়, বরং বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনে জড়িত রাষ্ট্রপ্রধানদের বিচারের মুখোমুখি করার পথও উন্মুক্ত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিরিয়ান সেন্টার ফর মিডিয়া অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশনের প্রধান মাজেন দরবিশ বলেন, “এটি শুধু সিরীয়দের জন্য নয়, বিশ্বের যেকোনো নির্যাতিত জনগণের জন্য এক ঐতিহাসিক বিজয় হবে।”

আসাদ পক্ষ থেকে এই মামলায় কোনো আইনজীবী নিযুক্ত করা হয়নি। তিনি হামলার দায় অস্বীকার করে আসছেন। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, সিরিয়ায় একমাত্র সরকার পক্ষের কাছেই সারিন গ্যাস ছিল।

২০১৩ সালে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিলেও, পরে রাশিয়ার মধ্যস্থতায় একটি চুক্তির মাধ্যমে আসাদ সরকারের রাসায়নিক অস্ত্র জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। সূত্রঃ আলজাজিরা

- Advertisement -spot_img
সর্বশেষ

বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান পরিচালনা;

বানারীপাড়া প্রতিনিধি ''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...